অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা গভর্নর সায়েম এম সাববির। আরও উপস্থিত ছিলেন লায়ন শরীফ ইকবাল হামিদ (জোন চেয়ারপারসন), বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, লায়ন ডাইরেক্টর আবু হেনা মুক্তি, লায়ন ডাইরেক্টর আনোয়ার হোসেন সানাল সহ অন্যান্য লায়ন্স সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কর্মকাণ্ডের অংশ, যেখানে পিন প্রদানের মাধ্যমে সেবার প্রতি তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়েছে।