বাংলার টিভি ৭১ ডেস্ক: ২৩ অক্টোবর, ২০২৪, বুধবার, আগারগাঁওয়ের বিএলএফ ভবনে মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বকস-এর অফিসে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করা হয় কিভাবে আগামী দিনের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করা যায়।
সভায় উপস্থিত ছিলেন:
মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বকস
ফার্স্ট মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান লায়ন এসকে কামরুল
ফার্স্ট ডিস্ট্রিক গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজে এফ
লায়ন সাঈদুর রহমান রবিউল, আরসি হেড কোয়াটার
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, ঢাকা ক্যাপিটাল গার্ডেন, আরসি হেডকোয়াটার এবং মাল্টিপল ডিস্ট্রিক্ট মিডিয়া এবং প্রেস কো- অর্ডিনেটর
সভায় উপস্থিত সদস্যগণ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।