বাংলার টিভি ৭১ ডেস্ক: আজ ২৬ অক্টোবর ২০২৪ বিকেল ৫টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক বিশিষ্ট আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নানা গুণী ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তি দিয়ে এ কৃতি পুরুষের প্রতি সম্মান জানানো হয়। এম নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী ও চেয়ারম্যান, বিএলডিপি, প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে শেরে বাংলার আদর্শকে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুদ্দিন কাজল, সম্পাদক, দৈনিক দেশের মাটি, এই মহান নেতার আদর্শ ও তার সামাজিক কর্মযজ্ঞকে তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। এডভোকেট মোঃ আফতাব হোসেন মোল্লাহ, সহ-সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ, শেরে বাংলার জীবন ও কর্মের মূল্যায়ন করে বলেন, তার অবদান আজও আমাদের প্রতিটি কাজে অনুপ্রেরণা দেয়।এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি, শেরে বাংলার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ মোশারফ হোসেন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আকবর সিরাজী ও এম এ শাহজাহান মজুমদার। পাশাপাশি, আলোচক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, সাংবাদিক ও আজীবন সদস্য বাংলা একাডেমি। দেশের উন্নয়নে যুবসমাজকে একত্রিত করে দেশ গড়ার আহ্বান” জানিয়ে তার বক্তব্যে দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকার ওপর আলোকপাত করেন। এই বিশেষ আয়োজনে নানা শ্রেণির বিশিষ্ট ব্যক্তিত্বদের সান্নিধ্যে শেরে বাংলার আদর্শ ও সমাজ পরিবর্তনের মহান শিক্ষা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।