আজ ১ লা নভেম্বর ২০২৪, শুক্রবার বিকেল ৪ টায় সমিতির নিজস্ব কার্যালয়, সুন্দরবন ভবন ৭/৩/এ বড়বাগ, মিরপুর-২, ঢাকা-১২১৬-এ বৃহত্তর খুলনা সমিতি (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা), ঢাকা-এর বার্ষিক সাধারণ সভা- ২০২৪ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন। উক্ত সবার সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক, খুলনা বৃহত্তর সমিতি ঢাকা।
অন্যান্যদের মধ্যে উক্ত মিটিংয়ে বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় বৃহত্তর খুলনা সমিতির ডায়মন্ড সদস্য, গোল্ডেন সদস্য, সিলভার সদস্য, জীবন ও অনুদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন।