বাংলার টিভি ৭১ ডেস্ক: মানব সেবা ও ব্যাংকিং সেক্টরে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খানকে বিশেষ সম্মাননায় ডিরেক্টরি বই প্রদান করা হয়েছে। এই সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সম্মাননা অনুষ্ঠানে ডায়মন্ড সদস্য, গোল্ডেন সদস্য, সিলভার সদস্য, অনুদানকারী ও আজীবন সদস্যদের নামের তালিকার ডিরেক্টরি বই প্রদান করা হয়।
অনুষ্ঠানটি ছিল এক প্রাণবন্ত ও আনন্দঘন মুহূর্ত, যা স্মরণীয় করে রাখতে সম্মাননাপ্রাপ্ত মোহাম্মদ আমজাদ হোসেন খানসহ অন্যান্য অতিথিরা ফ্রেমবন্দী হন। এই উদ্যোগ ব্যাংকিং খাতের উন্নয়নে মোহাম্মদ আমজাদ হোসেন খানের অবদানকে স্বীকৃতি দেয় এবং মানব সেবায় তাঁর অঙ্গীকারকে প্রেরণা জোগায়।