বাংলার টিভি ৭১ ডেস্ক: খুলনা জেলা সমিতির সদস্য পদ লাভ করায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সফল সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মোসলেমিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাবটির নেতৃবৃন্দ।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম এবং সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ মোস্তাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মোসলেমিন খুলনা জেলা সমিতির সদস্য পদ লাভের মাধ্যমে সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁরা বলেন, এই অর্জন সংগঠনের গৌরব বৃদ্ধি করবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মোসলেমিন পূর্বে বৃহত্তর খুলনা সমিতির জীবন সদস্য হন যার সদস্য নম্বর ১০১৬ এবং সিলভার সদস্য হন যার সদস্য নম্বর ৫৯। বিবৃতিতে, ক্লাব নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মোসলেমিন-এর আগামীর পথ চলায় উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যত কামনা করেন।