বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান সম্প্রতি ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য হিসেবে সম্মানিত হয়েছেন। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম, এবং সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।
মোহাম্মদ আমজাদ হোসেন খান খুলনা জেলার বাসিন্দা। তিনি খুলনা ক্লাব, খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাব এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি’র আজীবন সদস্য। এছাড়া, তিনি রোটারী ক্লাব অব সাউথ বেঙ্গল’র প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিবৃতি দাতারা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, “আমজাদ হোসেন খান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি, এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সকলেই তার পাশে আছি।”