বাংলার টিভি ৭১ ডেস্ক: গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মাদ মনিরুল ইসলাম সম্প্রতি খুলনা জেলা সমিতির জীবন সদস্য হয়েছেন। এই উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন।
অনুষ্ঠানটি ছিল এক আনন্দঘন মূহুর্ত এবং স্মরণীয় করতে মুহাম্মাদ মনিরুল ইসলাম- এর সাথে ফ্রেমবন্দি করা হয়। তার এই নতুন পদযাত্রা তার আগামী দিনের পথকে আরো সহজ ও সুন্দর করে তুলবে, এমনই কামনা করা হয়।