বাংলার টিভি ৭১ ডেস্ক: আজ ১৬ নভেম্বর ২০২৪ শনিবার বিকাল ৪.০০টায় ঢাকা কমলাপুর রেলষ্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের উদ্দেশ্য ছিল সমাজের আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য সহায়তা প্রদান করা।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অব.) ফরিদুল আকবর তাঁর বক্তৃতায় বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আশার আলো বয়ে আনে। লায়ন্স ক্লাব এরকম সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে মানবিক দায়িত্ব পালন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন শরীফ ইকবাল পরিচালক, লায়ন আহসান হাবীব সরকার পরিচালক ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা মনে করি, সমাজের অভাবী মানুষদের প্রতি সহানুভূতি এবং সাহায্য প্রদানে আমাদের দায়িত্ব রয়েছে। লায়ন্স ক্লাবের এই ধরনের কর্মসূচি আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে এবং আল্লাহ পাকের সন্তুষ্টতা লাভ করা যায় আগামীতে এই ধরনের মানবিক কাজ করে অসহায়দের পাশে থাকতে পারি।”
বক্তব্যের শেষে, লায়ন খান আকতারুজ্জামান অনুষ্ঠানের সুষ্ঠু এবং নিরাপদ বাস্তবায়নের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও কমলাপুর থানা পুলিশের উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমাদের এই মানবিক উদ্যোগটি নির্বিঘ্নে সম্পন্ন করতে যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, তার জন্য আমরা পুলিশ বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি এত সফলভাবে সম্পন্ন হতো না।”
অনুষ্ঠানটি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন জেলা গভর্ণর সাব্বির মোহাম্মাদ সায়েম, সাবেক জেলা গভর্ণর ফারহানা নাজ সুদা, প্রথম জেলা গভর্ণর শাহ আবু রুশ আল মুনির, দ্বিতীয় জেলা গভর্ণর ইঞ্জি: ফেরদাউস হাসান বানী, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম এবং ক্লাব সেক্রেটারী ইঞ্জি: লায়ন রাহাত মুসলেমিন, লায়ন ওমর ফারুক ও প্রমুখ। তাঁদের সুসংগঠিত ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে এবং সময়মতো সম্পন্ন হয়।
এ সময় কমলাপুর রেলষ্টেশনের আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় ৪০০ লোকের মধ্যে খাবার বিতরণ করা হয়। উপস্থিত সবাই এই মহতী উদ্যোগের জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে।
এ ধরনের মানবিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে দিয়ে সমাজে বৃহত্তর পরিবর্তন আনার প্রত্যাশা করছেন সমাজকর্মী এবং সাধারণ মানুষ। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের এই উদ্যোগ নিঃসন্দেহে উদাহরণ সৃষ্টি করবে অন্যান্য সংগঠনগুলোর জন্য।