বাংলার টিভি ৭১ ডেস্ক: ১৪ নভেম্বর, ২০২৪: বৃহস্পতিবার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মো. এনামুল হক- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি বাংলা একাডেমির আজীবন সদস্যও। এ সময়ে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সদস্য লায়ন আহসান হাবিব সরকার বাপ্পি ও প্রমুখ।
এ সময়, দুই সংগঠনের মধ্যে আগামী দিনের বিভিন্ন সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে, লায়ন খান আকতারুজ্জামান অতিরিক্ত সচিব ডা. এনামুল হক- কে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন উপহার দিয়ে তাকে সম্মানিত করেন।
এই সৌজন্য সাক্ষাৎটি দুটি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কাজের আরও উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।