বাংলার টিভি ৭১ ডেস্ক: আজ ২০ নভেম্বর ২০২৪, বুধবার, ঢাকার ৯২ মতিঝিল বা/এ-তে আনোয়ারা ট্রেডার্সের নিজস্ব অফিস কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সৌজন্য সাক্ষাৎ করেন মো: আমির হোসেন লিটনের সঙ্গে। লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ আরসি হেডকোয়াটার্স ও বাংলা একাডেমির আজীবন সদস্য।
সৌজন্য সাক্ষাৎ শেষে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি৩-এর পরিচালক মো: আমির হোসেন লিটনকে তার অবদান এবং সাফল্যের জন্য একটি ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মো: আমির হোসেন লিটনের প্রতি শুভেচ্ছা জানান দৈনিক পুঁজিবাজার পত্রিকার সম্পাদক লায়ন মোহাম্মদ সোয়েব মজুমদার।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে আরও ঘনিষ্ঠতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উদাহরণ তৈরি হয়। লায়ন খান আকতারুজ্জামান তার বক্তব্যে বলেন, “আমির হোসেন লিটনের কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।”
মো: আমির হোসেন লিটন এই সম্মাননা গ্রহণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবের সঙ্গে একত্রে কাজ করে সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনার আশা ব্যক্ত করেন।
এই ধরনের সম্মাননা অনুষ্ঠান লায়ন্স ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে তাদের ইতিবাচক অবদানকে আরও দৃঢ় করে তোলে।