বাংলার টিভি ৭১ ডেস্ক: প্রভাতী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট কবি, গীতিকার, লেখক ও সমাজসেবক জনাব মোহাম্মাদ নুরুল হুদাকে বিশেষ সম্মান জানিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, আরসি হেডকোয়াটার্স এবং বাংলা একাডেমির আজীবন সদস্য, তিনি জনাব নুরুল হুদার হাতে লায়ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন।
অনুষ্ঠানে জনাব মোহাম্মাদ নুরুল হুদার সাহিত্যিক ও সামাজিক অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়। তিনি তার কবিতা, গান এবং সাহিত্যকর্মের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি, তার নেতৃত্বে সমাজসেবামূলক কাজগুলোকেও উৎসাহিত করা হয়েছে।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা সমাজসেবায় জনাব নুরুল হুদার ভূমিকা এবং তার সৃজনশীল কাজের প্রশংসা করেন।
এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে জনাব নুরুল হুদা বলেন, “এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ জোগায় এবং সমাজ ও সাহিত্যক্ষেত্রে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়।”
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর উদ্যোগে এ ধরনের সম্মাননা প্রদান ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।