বাংলার টিভি ৭১ ডেস্ক: গতকাল ১৯ নভেম্বর, ২০২৪ মঙ্গলবার, এক বিশেষ আনুষ্ঠানিকতায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে লায়ন্স পিন পরিয়ে শুভেচ্ছা জানালেন লায়ন্স গভর্নর সাব্বির মোহাম্মদ সায়েম। এই সম্মাননা অনুষ্ঠানটি উদযাপিত হয় উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, আরসি হেডকোয়াটার্স যিনি একই সঙ্গে বাংলা একাডেমির আজীবন সদস্য। তার সঙ্গে ছিলেন ক্লাবের ট্রেজারার লায়ন মো: শাহিদুল ইসলাম ও প্রমুখ।
অনুষ্ঠানটি ক্লাবের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যকে আরও দৃঢ় করার এক অনন্য উদাহরণ হয়ে উঠে। লায়ন শেখ মোস্তাফিজুর রহমান এই সম্মাননা পেয়ে আনন্দিত এবং ক্লাবের কার্যক্রমকে আরও সফল করতে তার অবদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
লায়ন্স গভর্নর সাব্বির মোহাম্মদ সায়েম তার বক্তব্যে বলেন, “লায়ন্স ক্লাবের এই ধরনের সম্মাননা প্রদান অনুষ্ঠান ক্লাবের নেতৃত্বের শক্তি এবং সদস্যদের উত্সাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।”
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নেতৃত্ব এবং সদস্যদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীতে আরও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।