আজ (২২ নভেম্বর ২০২৪ইং) শুক্রবার বিকাল ৩ টায় খুলনা রেলষ্টেশনে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র ভাইস প্রেসিডেন্ট কাজী মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ সংবাদ জানানো হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা, দৈনিক ফলাফল সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য মো: দুলাল হোসেন,ওয়াহিদ মুরাদ, বিবেকানন্দ ঢালী, মো: মোশাররফ হোসেন, সোহানা খান,তাজউদ্দিন আহমেদ টুকু প্রমুখ।খাদ্য বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালী যোগদান করেন সংস্থার উপদেষ্টা লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রে’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান।