বাংলার টিভি ৭১ ডেস্ক: আজ ২৫ নভেম্বর, ২০২৪, সোমবার খুলনা বিভাগীয় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সমিতির অস্থায়ী অফিস ৪৫, দিলকুশা, ঢাকায়। সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি কে এইচ নজরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি রিপন তরফদার নিয়াম, কাজী আনিসুর জামান আরজু সাধারণ সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান (বাচ্চু) সিনিয়র যুগ্ম মহাসচিব, লায়ন খান আকতারুজ্জামান এম জে এফ সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন শানাল নির্বাহী সদস্য, জিএম হাফিজুর রহমান যুগ্ন অর্থ সম্পাদক, এসএম বাপ্পি সদস্য, কাজী রিফাত জয়েন অর্গানাইজেশন সেক্রেটারি, খোন্দকার নুরে ইমাম নির্বাহী সদস্য ও প্রমুখ।
সভায় সমিতির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, লায়ন খান আকতারুজ্জামান তার বক্তব্যে আগামী ৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে নতুন সদস্য সংগ্রহ ও মিলন মেলার পরিকল্পনা ঘোষণা করেন, যা অনুষ্ঠিত হবে রমনা চাইনিজ রেস্টুরেন্টে ইনশাআল্লাহ।
এ সভা ছিল সমিতির এক শক্তিশালী কাঠামো তৈরি এবং তার ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।