বাংলার টিভি ৭১ ডেস্ক: ২৩ নভেম্বর ২০২৩: পান্না গ্রুপ আয়োজিত পরিবেশক সম্মেলন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে গত শনিবার, ২৩ নভেম্বর, রাজধানীর হাজারীবাগে গ্রুপের প্রধান কার্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পরিবেশকদের সম্মানিত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অপারেশন মোঃ শহিদ খাঁন, ম্যানেজমেন্ট এডভাইজার গোপাল চন্দ্র ঘোষ (এফসিএ, এফসিএমএ, সিপিএ), এবং সিনিয়র জিএম সেলস এন্ড মার্কেটিং এ.কে.এম মহিবুল্লাহ। এছাড়া পান্না গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের সেরা ১৩৮ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ লোকমান হোসেন বলেন, “আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের উজ্জীবিত করতে প্রতি বছর এই আয়োজন করা হয়। এবছর সারাদেশের ১৩৮ জন সেরা পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়েছে, যা তাদেরকে দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা প্রদান করবে।”
এছাড়া, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী এবং সুইটি গান পরিবেশন করেন। ঐশী তার এক্সপ্রেসের ভোকাল হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এ ধরনের আয়োজনে পারফর্ম করতে আমার খুব ভালো লাগে। এতে কর্মী ও শুভানুধ্যায়ীরা উজ্জীবিত হন। তাদের আনন্দে অংশ নিতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে।”
ঐশী তার জনপ্রিয় গান ‘দিল কি দয়া হয় না’, ‘নিজামউদ্দিন আউলিয়া’, ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’, এবং ‘দুষ্টু পোলাপাইন’ সহ আরও অনেক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষে আকর্ষণীয় পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল প্রদান করা হয়।