জুন ২, ২০২৩
Banglar tv 71
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল করিমের শোক বার্তা ।

দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল করিমের শোক বার্তা ।
সাউথ কোরিয়ার ইথেওন এ গত ২৯/১০/২০২২ শনিবার রাতের হ্যালোউইন উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে এবং নিঃশ্বাস আটকে(সাফোকেশনে) ১৫১ জন মারা যায়। যার মধ্যে বেশির ভাগ ই অল্পবয়সী তরুন-তরুনী। এর মধ্যে ১৯জন বিদেশী নাগরিক আর ৮২ জনের মত অসুস্হ অবস্হায় আছে। মুত্যৃ সংখ্যা আর বাড়তে পারে। এমন ঘটনা কোরিয়ার ইতিহাসে বিরল। এই ট্র্যাজেডি কোরিয়া অবস্থানরত বন্ধুদের মেসেজ মাধ্যমে জানতে পেরেছি আমাদের পরিচিতজনদের আল্লাহর রহমত করেছেন। শনিবার বিকেল থেকে অনেক লোকের ভিড় দেখা যায়, ইথেওনের রাস্তায় এর মধ্যে কোভিডের প্রভাব বাসায় ছিল তারাও বের হয়েছে। মুত্যৃ কতটা অনিশ্চিত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন

Leave a Comment

Translate »