নোয়াখালীতে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে থানা ভিত্তিক আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় সুধারাম মডেল থানা ২-০ গোলে চাটখিল থানাকে পরাজিত করেছে।
শনিবার বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন, নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অপস) মোর্তাহীন বিল্লাহ, সদর সার্কেল আকরামুল হাসান, বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিব সহ অনেকে।
প্রসঙ্গত, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। রোববারের খেলায় বেগমগঞ্জ মডেল থানা ও হাতিয়া থানা মোকাবিলা করবে।
প্রতিনিধিঃ সোহাগ।
০৫.১১.২০২২ ইং