জুন ২, ২০২৩
Banglar tv 71
বাংলাদেশ

পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে টেন্ডার নিয়ে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে টেন্ডার নিয়ে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এসব হামলাকারীরা আকাশ মন্ডল নামে এক কর্মচারীকে মারধর ও অফিসের সিসি ক্যামেরা ভাংচুর করেছে। হামলাকারীরা পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক ভিপি বাইজিদ হোসেনের লোক বলে অভিযোগ করেন নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল আলিম গাজী। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল আলিম গাজী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহীন পরিবারের জন্য নির্মিত ঘরে পানির উৎস স্থাপন কাজের টেন্ডার ইজিপিতে চলমান রয়েছে। রবিবার তিনি কার্যালয়ের বাহিরে ছিলেন। বেলা ১১ টার দিকে স্থানীয় সোহাগ সিকদারের নেতৃত্বে কয়েকজন বহিরাগত কার্যালয়ে ঢুকে অফিস স্টাফ আকাশ মন্ডলের কাছে উক্ত ই-জিপির সংশ্লিষ্ট রেডকোড জানতে চান। আকাশ রেডকোড দিতে না চাইলে বহিরাগতরা তাকে মারধর করে এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। এরপর তারা কার্যালয়ের তৃতীয় তলায় তার কক্ষে প্রবেশের চেষ্টা করে ও অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়। হামলা করা এসব বহিরাগতরা কেউ ঠিকাদার না। নির্বাহী প্রকৌশলী আরো জানায় , এ সব বহিরাগতরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজিদ হোসেনের লোক বলে পরিচয় দিয়েছে ।

ঘটনার দিন উপস্থিত কয়েকজন ঠিকাদার জানান, কুমারখালী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সোহাগের সাথে কয়েকজন এ হামলা করে।সোহাগের নামে একাধিক মামলা রয়েছে। তারপর সে প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
এ বিষয় জানতে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক ভিপি বাইজিদ হোসেনকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ আ জ ম মাসুদুজ্জামান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল আলিম গাজী থানায় একটি সাধারন ডাইরী করেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related posts

বাংলাদেশ আওয়ামী লীগ এর ২২তম জাতীয় সন্মেলন

admin

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র একজন মহান পিতা শীর্ষক আলোচনা

admin

Seoul Honorary Citizenship award পেলন বাংলাদেশী নারী ।অধ্যাপক ড. হাসি রানী বাড়ৈ।

admin

Leave a Comment

Translate »