জুন ২, ২০২৩
Banglar tv 71
বাংলাদেশ

Seoul Honorary Citizenship award পেলন বাংলাদেশী নারী ।অধ্যাপক ড. হাসি রানী বাড়ৈ।

Seoul Honorary Citizenship award
পেলন বাংলাদেশী নারী ।অধ্যাপক ড. হাসি রানী বাড়ৈ।
গতকাল শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২
১৮ টি দেশ থেকে ১৮ জনকে বিশেষ যোগ্যতা ও কোরিয়ার রাজধানী সিউল এর প্রতি এবং কোরিয়ার প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই Award টি দেওয়া হয়েছে।কোরিয়ান সরকারের পক্ষ থেকে রাজধানী সিউলের সিটি মেয়রের হাত থেকে এই সম্মান সুচক নাগরিকত্ব সনদ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ থেকে এই বছর অধ্যাপক ড. হাসি রানী বাড়ৈ এই পদক অলংকৃত করেন। তিনি ক) বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদান, খ) মাইগ্রেন্ট পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করায়, গ) Multicultural family members দের উন্নত জীবন যাপনের জন্য বিশেষ শিক্ষা, ঘ) Seoul quality of life monitoring এ কাজ করার জন্য।
এই সম্মান অর্জন করেন তিনি ।

নিজস্ব প্রতিনিধি বাংলার টিভি ৭১
প্রকাশিত: ১০॥১২॥২০২২

Related posts

দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল করিম ২০২৩ সালের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ।

admin

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মোঃ সাহাবুদ্দিন l

admin

মহিলা আওয়ামিলীগ নেত্রী রাহফাত নূর সুলতানার জন্মদিন।

admin

Leave a Comment

Translate »