মহিলা আওয়ামিলীগ নেত্রী রাহফাত নূর সুলতানা র জন্মদিন আজ।
ডেস্ক রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র আদর্শের সৈনিক , জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার,নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার কৃতি সন্তান, নারী রাজনীতিবিদ, বাংলাদেশ মহিলা আওয়ামিলীগ এর সোনাইমুড়ী উপজেলা সভাপতি রাহফাত নূর সুলতানার আজ শুভ জন্মদিন।
২৫ জানুয়ারি নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় জন্ম । রাহফাত নূর সুলতানা ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত।
মহিলা আওয়ামিলীগ এর সোনাইমুড়ী উপজেলা নেতৃত্ব দিচ্ছেন । জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক। শত বাধা ও দমিয়ে রখতে পরেনি রাহফাত নূর সুলতানা কে। দলের দুর্দিনে বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে দলকে করেছিলেন সুসংগঠিত। সমাজ সেবায়ও অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি।
প্রসঙ্গত.সূচনাটি হয়েছিল ছাএ রাজনিতী থেকে। এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত সেই যে নেএীর হাত ধরে শত শত বর্তমানে নেএী তৈরী হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায়।
সেই ধারাবাহিকতা অদ্য পর্যন্ত পালন করে যাচ্ছেন রাহফাত নূর সুলতানা , যার রাজনৈতিক আদর্শের গভীরে রয়েছে বাঙ্গালী জাতির স্থপতি বঙ্গবন্ধুর দর্শন এবং গণতন্ত্রের মুক্তিবাহক জননেত্রী শেখ হাসিনার নিদর্শন।
ছাত্র ছাএী ও যুবক যুবতীরদের কে আশার প্রদীপ হয়ে পথ দেখাচ্ছেন। আজ সংগ্রামী এই নেএীর জন্মদিন। এই বড় মনের মানুষটির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এই দিনে তাঁর প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা।
সোনাইমুড়ী উপজেলা মহিলা আওয়ামিলীগ সভাপতি রাহফাত নূর সুলতানার জন্মদিনে বাংলার টিভি ৭১ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।