জুন ২, ২০২৩
Banglar tv 71
বাংলাদেশ

দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল করিম ২০২৩ সালের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ।

২০২৩ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দক্ষিণ কোরিয়া সহ সকল প্রবাসী ও এবং দেশবাসী বন্ধু পরিচিতজনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ।
পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় তবে এবার একটু ব্যতিক্রম আনান্দ দক্ষিণ বঙ্গের মানুষ ৩ ঘন্টার পথ পদ্মাসেতু দিয়েছে ১০ মিনিটে সমাধান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনার জন সবাই দোয় করবো। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাথে।ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র এদিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখনে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডকতার কোনো স্থান নেই। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ আর কল্যাণ।

Related posts

প্রয়াত শামসুল হক এর ১০৫তম জন্মবার্ষিকী পালন।

admin

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র একজন মহান পিতা শীর্ষক আলোচনা

admin

মহিলা আওয়ামিলীগ নেত্রী রাহফাত নূর সুলতানার জন্মদিন।

admin

Leave a Comment

Translate »