Banglar TV 71
জাতীয়

মিরপুরে সাংবাদিকের উপর কিশোর গ্যাংয়ের হামলা, মটর সাইকেল ও মোবাল ফোন ছিন্তাই চেষ্টা।

মোঃ সুরুজ। স্টাফ রিপোর্টার।
বাংলার টিভি ৭১।

ঢাকাঃ রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় গতকাল রাতে ইমন হোসে(১৮) ও তার অপর আরেক সহযোগী সহ জামাল হোসেন(৩৫) ও তার বন্ধু বাংলার টিভি৭১ এর স্টাফ রিপোর্টার সুরুজ(৩৪) নামে দুই ব্যাক্তির উপর পাওনা টাকা আদায়ের জন্য সন্ত্রাসী হামলা চালায়।

ইমনের(১৮) বাবা মোঃ মান্নান(৫৫) জামাল হোসেন(৩৫)কে গ্যাস সংযোগের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন। জামাল হোসেন একজন তিতাস গ্যাস এন্ড ডিষ্ট্রিবিউশন কোং একজন ঠিকাদার।

জামাল হোসেন(৩৫) গ্যাস সংযোগ দিতে ব্যার্থহলে মান্নান সাহেবের টাকা ফেরত দিতে বলে। জামাল ও টাকা ফেরত দিয়ে দিবে বলে মান্নান সাহেবকে আসস্ত করেন এবং বিশ হাজার টাকাও জামাল ফেরত দেয়। বাকী ত্রিশ হাজার টাকা সময় সামেপক্ষে ফেরত দেওয়ার কথা থাকলে বর্তমানে দেশের করনা ভাইরাস সংক্রমণের কারনে সরকার ঘোষিত লকডাউন থাকায় দেশের সকল স্তরের জনগনের আয়ের উৎস বন্ধ। বর্তমানে জামালের আয়ের উৎসও বন্ধ থাকায় মান্নান সাহেবের টাকা ফেরত দিতে বিলম্বিত হচ্ছে। সরকার নির্দেশনায় কাফরুলে পাওনা টাকা আদায়ে সন্ত্রাসী হামলা ও ছিন্তাই অপচেষ্টা

Related posts

‌‍‍‍‍লক্ষ্মীপুর – ২, উপ – নির্বাচনে এমপি পদে জনপ্রিয়তার শীর্ষে ‍‍‍” আওয়ামীলীগের প্রার্থী ” এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন ।

সোহাগ পাটোয়ারি

লক্ষ্মীপুরের ” রামগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আঙ্গারপাড়া সড়ক বিপদজনক অবস্থায় রয়েছে।

সোহাগ পাটোয়ারি

লক্ষ্মীপুর – ২, উপ নির্বাচনে জনরায়কে ভয় পায় বলে বিএনপি নির্বাচনে আসে না : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, জাহাঙ্গীর কবির নানক বলেছেন ।

সোহাগ পাটোয়ারি

Leave a Comment

Translate »