Banglar TV 71
জাতীয়

ওয়াসিম ও আঁখি , ঈদ বয়ে আনুক মানব কল্যাণ, ঈদ মোবারক।

প্রতিবেদন: মোঃ সোহাগ পাটোয়ারি ।
বাংলার টিভি ৭১ । ২১ জুলাই ২০২১ ।

ঈদ মোবারক…..ঈদ বয়ে আনুক মানব কল্যাণ,এ প্রত্যাশায় আমাদের । ওয়াসিম ও আঁখি । ঈদ মোবারক।।

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে সবাইকে জানাই নিরন্তর শুভেচ্ছা । বিশ্ব হোক কোভিডমুক্ত, ত্যাগ ও সেবা হোক সকলে ব্রত। পবিত্র ঈদ-উল আজহার মানবিকতা, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষায় দীক্ষিত হয়ে করোনা মহামারিকালীন অন্ধকারাচ্ছন্ন এ দুঃসময়ে ঐকান্তিকভাবে কামনা হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন পরিব্যাপ্তি লাভ করে শান্তিময় হোক এ পৃথিবী। আপনার এবং পরিবার এর সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। ঈদে মনের পশুকে কোরবানী করে সবাই সুস্থ ও হেফাজতে থাকি।

মাস্ক ব্যবহার করুন নিরাপদ থাকুন নির্দেশনা প্রদান করেন মোঃ জালাল উদ্দিন ওয়াসিম ও সাবরিনা আফরোজ আখিঁ । ঈদ মোবারক ।

বাংলার টিভি ৭১ । ঈদ মোবারক ।

Related posts

করোনায় আরও ২২৫ জনের মৃত্যু আজ

সোহাগ পাটোয়ারি

“বাংলার টিভি ৭১” ব্যবস্থাপনা পরিচালক,১০ ও ১৩ জুলাই রাতে অসহায়দের খাবার বিতরণ করেন

সোহাগ পাটোয়ারি

নতুন তথ্য সচিবের দায়িত্ব গ্রহণ করেন মোঃ মকবুল হোসেন ।

সোহাগ পাটোয়ারি

Leave a Comment

Translate »